ফিরে দেখা ২০২০: করোনা থেকে শুরু করে ট্রাম্প-বাইডেন লড়াই, বছর জুড়ে শিরোনামে রইল কী কী?

Continues below advertisement
গুরু পেট, সব মাথা হেট, বছরের শুরুতেই করোনার থ্রেট। জানুয়ারি থেকে মার্চ গুগল সার্চে প্রথমে উঠে এল করোনা। ২০১৯-এর ২৬ ডিসেম্বর চিনের উহানেই যে যাত্রা শুরু করেছিল কালান্তক ভাইরাস, ২০২০-র শুরুর থেকে তারই দাপট দেখতে শুরু করল গোটা দুনিয়া। ৩০ জানুয়ারি হু (WHO) সরকারিভাবে এই ভাইরাসকে আন্তর্জাতিক উদ্বেগের কারণ হিসেবে চিহ্নিত করল। ১ ফেব্রুয়ারি এই ভাইরাসকে কোভিড ১৯ বলে চিহ্নিত করল হু।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram