ব্রিসবেনে ঐতিহাসিক জয়, অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়ে সিরিজ পকেটে বিরাটহীন ভারতের
Continues below advertisement
ব্রিসবেনে চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়াকে তিন উইকেটে হারিয়ে বর্ডার-গাভাস্কর ট্রফি জিতে নিল ভারত। অস্ট্রেলিয়াকে ২-১ এ সিরিজে পরাজিত করল টিম ইন্ডিয়া। চতুর্থ ইনিংসে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩২৮ রান। দিনের শুরুতে রোহিত শর্মার উইকেট হারানোর পরে টিমের হাল ধরেন শুভমান গিল (৯১) ও চেতেশ্বর পুজারা (৫৬)। লাঞ্চের পরে পরপর কয়েকটি উইকেট হারানোর পর ঋষভ পন্থের (৮৯) চওড়া ব্যাটে ভর করেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।
Continues below advertisement
Tags :
India Vs Australi 4th Test IND Vs AUS LIVE SCORE Live Cricket Live Streaming Washington Sundar Gabba Test ABP Ananda LIVE Shubman Gill India Vs Australia Rishabh Pant Abp Ananda IND Vs AUS