চিনের নীতি হল দু পা এগিয়ে এক পা পিছিয়ে যাওয়া, ফলে সতর্ক থাকতে হবে ভারতকে, মন্তব্য আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ জ্যোতির্ময় বন্দ্যোপাধ্যায়ের
Continues below advertisement
সংঘর্ষস্থল থেকে সরে গেল বহু চিনা সেনা। সূত্রের খবর, অনেক সেনাকে সরানো হল স্ট্রেচারে। অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হয়েছে অনেককে। গালওয়ান নদীর তীর ধরে চলে গিয়েছে অ্যাম্বুল্যান্সগুলি। এলাকায় বেড়েছে চিনা হেলিকপ্টারের আনাগোনা। চিনের বিরুদ্ধে ভারতের প্রতি আক্রমণের নীতি এর আগে দেখা যায়নি। চিনের নীতি হল দু পা এগিয়ে এক পা পিছিয়ে যাওয়া। ফলে চিনের সেনা কতটা পিছিয়ে গিয়েছে, সেটা গুরুত্বপূর্ণ। মন্তব্য আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ জ্যোতির্ময় বন্দ্যোপাধ্যায়ের।
Continues below advertisement
Tags :
Jyotirmoy Banerjee China Killed Indian Soldiers India China Ladakh Indian Soldiers Killed China Indian Army Abp Ananda India