টানাপোড়েনে ইতি, বার্সেলোনাতেই থেকে যাচ্ছেন মেসি?
বার্সা কর্তৃপক্ষের সঙ্গে টানাপোড়েনে ইতি? বার্সেলোনাতেই কি থেকে যাচ্ছেন লিওনেল মেসি? তেমনই ইঙ্গিত আর্জেন্টাইন সুপারস্টারের বাবার। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, মেসির বাবা জানিয়েছেন বার্সা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় সমঝোতা সূত্রের খোঁজ মিলেছে। ২০২১ পর্যন্ত তিনি থেকে যেতে পারেন ক্যাম্প নিউতেই।