Lunar Eclipse in November: আজ চলতি বছরে শেষ উপচ্ছায়া চন্দ্রগ্রহণ, তবে ভারত থেকে দেখা যাবে না মহাজাগতিক এই ঘটনা

Continues below advertisement

রাতের আকাশে ফের বিরল মহাজাগতিক ঘটনা। আজ চলতি বছরে শেষ উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। কিন্তু ভারত থেকে দেখা যাবে না এই গ্রহণ। গ্রহণ শুরু হবে দুপুর ১টা ৪ মিনিটে। গ্রহণের উত্তঙ্গ মুহূর্ত দুপুর ৩:১৩ মিনিট। শেষ বিকেল ৫টা ২২ মিনিটে। গ্রহণ দেখা যাবে ইউরোপ, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা-সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে।
সূর্য, পৃথিবী ও চাঁদ একই পথে এলে লাগে গ্রহণ। এই সময় পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে চাঁদ। পথে পৃথিবী থেকে দেখা যায় না রূপোলি চাঁদকে, তাকে বলে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। একাংশ ঢাকা না পড়লে বলে আংশিক গ্রহণ। হালকাভাবে ঢাকা পড়ে যখন কমেে যায় উজ্বল্য তাকে বলে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। ১০ জানুয়ারি, ৫ জুন ও ৫ জুলাই, এর আগে তিনবার চলতি বছরে হয়েছে এরকম চন্দ্রগ্রহণ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram