প্রাকৃতিকভাবে ছড়ায়নি করোনা, ট্রাম্পের পর চিনকে দায়ী করলেন মার্কিন বিদেশ সচিবও
Continues below advertisement
বিশ্বে করোনা ছড়িয়েছে উহান থেকেই। এটা যে প্রাকৃতিকভাবে ছড়ায়নি, তার অকাট্য প্রমাণ রয়েছে। ট্রাম্পের পর এবার মহামারীর জন্য চিনকে দায়ী করলেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও। তাঁর দাবি, অতীতেও চিন থেকে রোগ ছড়ানোর ইতিহাস রয়েছে। কারণ, সেখানে গবেষণাগারগুলি নিম্নমানের। মার্কিন বিদেশ সচিবের আরও দাবি, যেখানে বিশেষজ্ঞরা বলছেন করোনা মানুষের তৈরি, তখন তা অস্বীকার করা যায় না। অন্যদিকে, করোনা মোকাবিলায় প্রতিষেধক আবিষ্কার নিয়ে আশাবাদী ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের আশা, চলতি বছরের শেষেই আমেরিকার হাতে আসবে করোনার প্রতিষেধক।
Continues below advertisement
Tags :
US Secretary Of State Mike Pompeo Coronavirus LIVE Abp Ananda Covid-19 Coronavirus Donald Trump