Unrest in Washington: প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী Joe Biden-কে জয়ী ঘোষণার আগের দিনই ওয়াশিংটনে Donald Trump-র সমর্থকদের 'তাণ্ডব', নিহত ১

Continues below advertisement
আমেরিকার (America) ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের তাণ্ডবের জেরে ধুন্ধুমার। নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত এক মহিলা সমর্থক। আজই প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী বলে ঘোষণা করা হয় জো বাইডেনকে। তার আগেই, গতকাল হিংসা ছড়িয়ে পড়ে। ট্রাম্পের সমর্খকরা জোর করে ক্যাপিটল বিল্ডিংয়ে ঢুকে পড়ার চেষ্টা করেন। পুলিশের সহ্গে তাঁদের দফায় দফায় সংঘর্ষ হয়। পুলিশ গুলি চালালে নিহত হন এক মহিলা সমর্থক। ঘটনা নিয়ে প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প যাতে ট্যুইট করতে না পারেন, তার জন্য তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট ১২ ঘণ্টা বন্ধ করে দেওয়া হয়। ওয়াশিংটনে জারি করা হয় কার্ফু। নির্বাচনে পরাজয়ের পর থেকেই ট্রাম্প বলে আসছেন, ভোটে কারচুপি হয়েছে। এ নিয়ে প্রচারও করছেন তিনি। গতকালও পিছু হটবেন না বলে হুমকি দেন তিনি। তারপরই তাঁর সমর্থকদের হামলা হয় ক্যাপিটাল বিল্ডিংয়ে। যা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়ায় নজিরবিহীন ঘটনা।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram