US Presidential Elections 2020: হোয়াইট হাউস জয়ে আত্মবিশ্বাসী বাইডেন, কারচুপির চেষ্টার অভিযোগ ট্রাম্পের
US Presidential Elections 2020: হোয়াইট হাউস দখলে হাড্ডাহাড্ডি লড়াই। ট্রাম্পকে পিছনে ফেলে অনেকটা এগিয়ে বাইডেন। হোয়াইট হাউস দখলে ম্যাজিক ফিগার ২৭০। এখনও পর্যন্ত ২৩৭ ইলেক্টরাল ভোটে জয় বাইডেনের। ট্রাম্প পেয়েছেন ২১০ ইলেক্টরাল ভোট। রিপাবলিকানদের পিছনে ফেলে দৌড়ে এগিয়ে ডেমোক্র্যাটরা। ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, ইলিনয়েস বাইডেনের দখলে। ম্যাসাচুসেটস, নিউ জার্সি, নিউ ইয়র্কও ডেমোক্র্যাটদের। ট্রাম্পের দখলে মিসিসিপি, ওয়েস্ট ভার্জিনিয়া, ওকলাহোমা। কেন্টাকি, লুইসিয়ানা, ইন্ডিয়ানা রিপাবলিকানদের দখলে। হোয়াইট হাউস জয় নিয়ে আত্মবিশ্বাসী বাইডেন। হোয়াইট হাউস চত্ত্বরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। কারচুপির চেষ্টার অভিযোগ ট্রাম্পের। তবে এই প্রসঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী জানাচ্ছেন, এই অভিযোগ অবাস্তব।
Tags :
Democrat Party Republican Party US Presidential Elections 2020 Presidential Election ABP Ananda LIVE America Abp Ananda Joe Biden Donald Trump