রাজ্যের মাটিতে একের পর এক হেভিওয়েট,মোদি-রাহুলের পর আজ রাজ্যে অমিত শাহ
আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে এখন সকলের চোখ বিহারের বিধানসভা নির্বাচনের দিকে। কারণ অনেকেই মনে করছেন, বিহারের বিজেপির পারফরম্যান্সের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব পড়বে বাংলায়। এরই মধ্যে আজ বাংলায় আসছেন অমিত শাহ। অন্যদিকে বিহারের তৃতীয় দফার ভোটের প্রচারে মঙ্গলবার রাতে বাগডোগরায় নরেন্দ্র মোদি। আধঘণ্টা থাকলেন বিমানবন্দরে। বিহারে ভোটের প্রচার শেষে একদিনের জন্য শিলিগুড়িতে রাহুল গাঁধী। আজ ফের তৃতীয় দফায় ভোটের প্রচারে যাবেন বিহারে।
Tags :
Assembly Election In 2021 ABP Ananda LIVE Abp Ananda Rahul Gandhi Narendra Modi TMC Congress BJP