US Presidential Elections 2020: হোয়াইট হাউস দখলে হাড্ডাহাড্ডি লড়াই, ইলেক্টরাল ভোটে সামান্য এগিয়ে জো বাইডেন

Continues below advertisement
হোয়াইট হাউস দখলে হাড্ডাহাড্ডি লড়াই। ইলেক্টরাল ভোটে সামান্য এগিয়ে জো বাইডেন। ৮ রাজ্যে ভোট গণনা বাকি। ৮টির মধ্যে ৬টিতেই এগিয়ে ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস দখলে ম্যাজিক ফিগার ২৭০। এখনও পর্যন্ত ২৩৮ ইলেক্টরাল ভোটে জয় বাইডেনের। ট্রাম্প পেয়েছেন ২১৩ ইলেক্টরাল ভোট। রিপাবলিকানদের পিছনে ফেলে দৌড়ে এগিয়ে ডেমোক্র্যাটরা। ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, ইলিনয়েস বাইডেনের দখলে। ম্যাসাচুসেটস, নিউ জার্সি, নিউ ইয়র্কও ডেমোক্র্যাটদের। ট্রাম্পের দখলে মিসিসিপি, ওয়েস্ট ভার্জিনিয়া, ওকলাহোমা, কেন্টাকি, লুইসিয়ানা, ইন্ডিয়ানা রিপাবলিকানদের দখলে। পেনসিলভেনিয়ায় বন্ধ ভোটগণনা। হোয়াইট হাউস চত্বরে বাড়ানো হল নিরাপত্তা।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram