চাঁদের গহ্বরে জলের অস্তিত্ব, যুগান্তকারী আবিষ্কার নাসার

Continues below advertisement
এবার চাঁদের বুকে মিলল জল। যুগান্তকারী আবিষ্কার নাসার। আমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে জল রয়েছে কিনা, বহু বছর ধরে তা নিয়ে গবেষণা চলছে। শেষপর্যন্ত নাসার সোফিয়া অর্থাৎ স্ট্র্যাটোস্ফেরিক অবজারভেটরি ফর ইনফ্র্যারেড অ্যাস্ট্রোনমি জানিয়েছে, চাঁদের সূর্যালোকিত অংশে রয়েছে জল। চাঁদের দক্ষিণাংশে অন্যতম বৃহত্তম গহ্বর ক্লেভিয়াসে হাইড্রোজেন ও অক্সিজেন মিলে জল তৈরি করেছে। চাঁদের মাটি ও ধূলিকণায় এক ঘনমিটার জুড়ে রয়েছে ১২ আউন্স মতো জল। এর আগে চাঁদে হাইড্রোজেনের সন্ধান মিলেছিল। জানা গিয়েছিল, চাঁদের মেরুতে রয়েছে বরফ।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram