Supreme Court: জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদ করার সিদ্ধান্ত ঠিক না ভুল? আজ রায় ঘোষণা সুপ্রিম কোর্টের

Continues below advertisement

জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদের সিদ্ধান্ত মামলায় আজ সুপ্রিম-রায়। ৩৭০ ধারা বাতিলের বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছিল। সেগুলির একত্রে শুনানির পর, রায়দান করতে চলেছে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। পাঁচ সদস্যের বেঞ্চে রয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জয় কিষাণ কউল, বিচারপতি সঞ্জীব খন্না। বেঞ্চে রয়েছেন বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি সূর্য কান্ত। চলতি বছরে ধারাবাহিক শুনানির পর, গত ৫ সেপ্টেম্বর রায়দান স্থগিত রাখে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ। অন্যদিকে, যে কোনও রকম অশান্তি এড়াতে জম্মু কাশ্মীরজুড়ে নিরাপত্তা জারি।পিডিপি-র দাবি, দলনেত্রী মেহবুুবা মুফতিকে গৃহবন্দি করা হয়েছে, অভিযোগ ওড়াল জম্মু-কাশ্মীর পুলিশ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram