Chandrayaan-3: চন্দ্রপৃষ্ঠে অবতরণের ঠিক আগে কেমন ছিল দৃশ্য ? তখন বিক্রমের চোখে ঠিক কী ধরা পড়েছে ? | ABP Ananda LIVE

Continues below advertisement

হাতের মুঠোয় চাঁদ (Moon)। চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি অঞ্চলে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান-৩-এর (Chandrayan 3)। বিশ্বের মহাকাশ বিজ্ঞানের (Space Science) ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছে ভারত (India)। চন্দ্রবক্ষে অশোক স্তম্ভ ও ইসরোর প্রতীক এঁকে দিয়েছে রোভার। সফলভাবে অবতরণের ঠিক আগে বুধবার সন্ধ্যায় চাঁদের বুকে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রমের (Lander Vikram) সফট ল্যান্ডিং-এর সময় প্রচুর ধুলো উড়তে শুরু করে। কোটি কোটি দেশবাশী যখন অধীর আগ্রহে ইতিহাস তৈরি অপেক্ষায় তাকিয়েছিলেন বিক্রমের দিকে, তখন বিক্রমের চোখে ঠিক কী ধরা পড়েছে ? চাঁদের দেশে পা রাখার ঠিক আগের মিনিট দুয়েকের এক ভিডিও ফুটেজ বৃহস্পতিবার সন্ধেয় প্রকাশ করেছে ইসরো (ISRO) ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram