রাজ্যের তরফে গান স্যালুট রাজেশ ওরাংকে, 'প্রাণদান বৃথা যাবে না', মন্তব্য অধীর চৌধুরীর
Continues below advertisement
চিনা হামলায় নিহত রাজেশ ওরাং-কে শেষ শ্রদ্ধা। রাজ্যের তরফ থেকে গান স্যালুট দেওয়ার পর বাড়িতে নিয়ে আসা হয় তাঁর কফিনবন্দি দেহ। বাড়ির কাছে একটি মঞ্চে রাখা হয় তাঁর মৃতদেহ। রাজেশকে শেষ বিদায় জানাতে ভিড় জমান অসংখ্য মানুষ। কিছুক্ষনের মধ্যে শেষকৃত্যের প্রস্তুতি শুরু হবে। কংগ্রেস নেতা অধীর চৌধুরী জানিয়েছেন, "চিন হচ্ছে বিষধর সাপ তাদের যেন কেউ বিশ্বাস না করে। সীমান্তের নিয়মকানুন মেনে সেনারা সেখানে গিয়েছিল, তাঁদের এই প্রাণদান বৃথা যাবে না।"
Continues below advertisement
Tags :
Indo China Face Off Rajesh Orang Adhir Chowdhury China Indian Army Abp Ananda India Ladakh Congress