Jagdeep Dhankhar: 'রাজভবনের রাজা! এমন ভাষা আশা করা যায় না', একাধিক টুইটে মমতাকে তোপ ধনখড়ের | Bangla News

Continues below advertisement

ফের মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) নিশানা করে রাজ্যপালের পরপর ট্যুইট। বর্ষশেষেও রাজ্য-রাজ্যপাল সংঘাত অব্যাহত। জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) লেখেন, "১৬ ডিসেম্বর গোয়ায় (Goa) রাজনৈতিক সফরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজভবনে এক রাজা বসে আছেন। এই মন্তব্য অত্যন্ত নিন্দাজনক এবং রাজ্যপালের পক্ষে অবমাননাকর। একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে এমন ভাষা আশা করা যায় না। গণতন্ত্রের উন্নতির জন্য রাজ্যের প্রশাসনিক এবং সাংবিধানিক প্রধানের মধ্যে সমন্বয় থাকা জরুরি। বাংলায় তা হচ্ছে না। আলোচনার জন্য বসতে চেয়েও সাড়া মেলেনি। এই মুহূর্তে রাজ্য প্রশাসনের অবস্থা উদ্বেগজনক। মুখ্যমন্ত্রীর উচিত সংবিধান ও আইন মেনে চলা।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram