Jammu Kashmir Terrorist: জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর গুলির লড়াই, ১ ক্যাপ্টেন-সহ ৪ সেনার মৃত্যু
Continues below advertisement
জম্মু-কাশ্মীরের ডোডায় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই, এক ক্যাপ্টেন-সহ চার ভারতীয় সেনার মৃত্যু হয়েছে।ডোডার দেসা জঙ্গলে এখনও চলছে গুলির লড়াই। জঙ্গি হামলার দায় নিয়েছে কাশ্মীর টাইগার্স। জঙ্গিদের কভার করতে সীমান্তের ওপার থেকে গুলি চলছে বলে দাবি করেছে ভারতীয় সেনা। গত রবিবার কেরন সেক্টরে সেনার গুলিতে নিহত হয় ৩ জঙ্গি।
ভারতীয় সেনার সঙ্গে জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি) যৌথ ভাবে সোমবার সন্ধ্যায় ডোডা জেলার দেশা জঙ্গল এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছিল। এক পুলিশ আধিকারিক জানান, গোপন সূত্রে খবর পেয়েই এই অভিযান চালানো হয়। ওই এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর ছিল।
Continues below advertisement