Train Accident: ২ মাসে ৩বার,খবর ছিল না লোকো পাইলটের কাছে? ফের একটা ভয়াবহ রেল দুর্ঘটনা |

Continues below advertisement

ABP Ananda Live: ২ মাসে ৩বার। এবার চক্রধরপুরে বেলাইন হাওড়া-মুম্বই এক্সপ্রেসের ১৮টি বগি। ২ যাত্রীর মৃত্যু, আহত ২০। দুর্ঘটনার জেরে দক্ষিণ-পূর্ব শাখায় রেল চলাচল ব্যাহত।ফের ট্রেন দুর্ঘটনা, মৃত্যু! আগেই দুর্ঘটনায় লাইনচ্যুত হাওড়ামুখী মালগাড়ির ৪টি বগি। পাশের লাইনে উল্টে পড়া মালগাড়ির বগির সঙ্গে ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, খবর সূত্রের। খবর ছিল না লোকো পাইলটের কাছে? ফের একটা ভয়াবহ রেল দুর্ঘটনা। প্রতি সপ্তাহে দুঃস্বপ্ন, এই কি সরকার চলার নমুনা? কতদিন সহ্য করব, এই অপদার্থতা কি শেষ হবে না? সোশাল মিডিয়ায় পোস্টে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার সকালে ঝাড়খণ্ডের চক্রধরপুরে লাইনচ্যুত মালগাড়িতে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে পড়েছে হাওড়া থেকে মুম্বইগামী এক্সপ্রেস। এর জেরে হাওড়া থেকে ঝাড়খণ্ডগামী একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram