JMB Militant Arrest: বিদেশে চাকরির টোপ দিয়ে জঙ্গি সংগঠনে নিয়োগ, সন্দেহভাজন JMB জঙ্গি গ্রেফতারে নতুন তথ্য

Continues below advertisement

বারাসাত (Barasat) থেকে গ্রেফতার সন্দেহভাজন জেএমবি জঙ্গি (JMB Militant) রাহুল সেনের (Rahul Sen) দিল্লি ও বিশাখাপত্তনমেও অফিস রয়েছে বলে সন্দেহ গোয়েন্দাদের। সূত্রের খবর, মূলত চাকরিপ্রার্থী তরুণদেরই টার্গেট করত রাহুল। বিদেশে চাকরি দেওয়ার টোপ দিয়ে জঙ্গি সংগঠনে রিক্রুট করা হত। এমন কতজনকে জঙ্গি সংগঠনে রিক্রুট করা হয়েছিল খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে তৃণমূলের অঞ্চল সভাপতিকে খুনের ঘটনার তদন্ত শুরু করল সিআইডি (CID)। গতকালই সিআইডির একটি দল মঙ্গলকোটে যায়। সূত্রের খবর, খুনের ঘটনায় ধৃত তৃণমূল নেতা-সহ দু'জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি। নদিয়ার

চাপড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ভাতগাছি গ্রামে এক তরুণের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে খুন বলে অনুমান পুলিশের। পরিবারের দাবি, গতকাল রাতে বাড়ি থেকে বের হন ১৯ বছরের তরুণ। আজ সকালে গ্রামের শেষ প্রান্তে খালের ধার থেকে তাঁর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে খবর, ভিন রাজ্যে কাজ করতেন ওই তরুণ। লকডাউনে গ্রামে ফেরেন। সম্প্রতি অসামাজিক কার্যকলাপে যুক্ত হয়ে পড়েন বলে স্থানীয়দের দাবি। সেই কারণই খুন কিনা তা খতিয়ে দেখছে চাপড়া থানার পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram