Jnaneswari Express Accident Fraud: অভিযুক্ত কি আসল না নকল? অমৃতাভ ও তাঁর বাবার DNA পরীক্ষার আবেদন CBI-এর
জ্ঞানেশ্বরীকাণ্ডে অমৃতাভ চৌধুরী ও তাঁর বাবার ডিএনএ পরীক্ষার আবেদন জানালো সিবিআই (CBI)। ব্যাঙ্কশাল কোর্টে আজ আবেদন জানিয়েছে সিবিআই। অভিযুক্তই কি আসল অমৃতাভ চৌধুরী, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন সিবিআই আধিকারিকরা। প্রসঙ্গত, অভিযোগ করা হয় জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতদের তালিকায় নাম ছিল অমৃতাভ চৌধুরীর। এই হিসাবে তাঁর পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। দোষ কার্যত স্বীকার করে অভিযুক্ত জানিয়েছেন, সুদ ওহ আর্থিক সাহায্যের টাকা ফেরত দিয়ে দেবেন। এমনকি চাকরিও ছেড়ে দেওয়া হবে। রবিবার অভিযুক্ত অমৃতাভ চৌধুরীকে (Amritava Chowdhury) রাতভর জিজ্ঞাসাবাদ করে সিবিআই। নিজাম প্যালেসের দুর্নীতি দমন শাখায় প্রায় ২২ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। জিজ্ঞাসাবাদ করা হয় তাঁর বাবাকেও। ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রাতে ছেড়ে দেওয়া হয় অমৃতাভের বাবাকে। গতকাল জোড়াবাগানে অমৃতাভের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। উদ্ধার করা হয় প্রচুর নথিপত্র। সেগুলি খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।