10Tay 10Dik seg 1: গত ১২ দিনে ৫.৪ সেন্টিমিটার বসে গেছে জোশীমঠ!, ইসরোর রিপোর্টে মিলল চাঞ্চল্যকর তথ্য়

Continues below advertisement

গত ১২ দিনে ৫.৪ সেন্টিমিটার বসে গেছে জোশীমঠ! এমনই উদ্বেগজনক তথ্য় মিলল ইসরোর রিপোর্টে। একের পর এক বাড়িতে ফাটল বাড়ছে। হোটেল মালারি ইন ও মাউন্ট ভিউ, পাশাপাশি দুটি হোটেল ভাঙা শুরু হয়েছে। হোটেলের পিছনের দিকে ঘনবসতিপূর্ণ এলাকা রয়েছে। সেখানকার বাসিন্দাদের সরানো হয়েছে। দুর্ঘটনা এড়াতে হোটেলের এক একটা তলা ধীরে ধীরে ভেঙে সরানো হচ্ছে। বিপজ্জনক বাড়িগুলিতে রেড ক্রস দিয়ে চিহ্নিত করা হয়েছে। সেখান থেকে বাসিন্দাদের সরানো হয়েছে। আজ দেহরাদুনে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী ক্যাবিনেট বৈঠক করবেন। ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। 

আবাস দুর্নীতির অনুসন্ধানে দ্বিতীয় দফায় আরও ৫ কেন্দ্রীয় প্রতিনিধি দল আসছে বাংলায়। সেই ৫টি দল অনুসন্ধান চালাবে রাজ্যের ১০টি জেলায়। ইতিমধ্যেই রাজ্যের পঞ্চায়েত সচিবকে চিঠি দিয়ে এ কথা জানিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। এর আগে গ্রামোন্নয়ন মন্ত্রকের দুটি দল পূর্ব মেদিনীপুর এবং মালদায় আবাস দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখেছিল। এবারও কেন্দ্রের যে ৫টি দল বাংলায় আসছে, তারা ফের যাবে পূর্ব মেদিনীপুর এবং মালদায়। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পংয়ে। গ্রামোন্নয়ন মন্ত্রকের চিঠিতে বলা হয়েছে, কেন্দ্রীয় অনুসন্ধানকারী দলকে সর্বতোভাবে যেন সহযোগিতা করে রাজ্য প্রশাসন। কিছুদিন আগে আবাস দুর্নীতি-তরজার প্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন, ফের কেন্দ্রীয় দল আসবে বাংলায়। যাবে ১৫টি জেলায়।  

বিশ্বের দীর্ঘতম জলপথে বিলাসযাত্রার শুরু আজ। সকাল ১০টায় এম ভি গঙ্গা বিলাস রিভার cruise-এর  উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা ছুঁয়ে দুই দেশের ২৭টি নদী দিয়ে যাবে প্রমোদতরী। বারাণসী থেকে যাত্রা শুরু হবে এম ভি গঙ্গা বিলাসের। ৫১ দিন ধরে ৩২০০ কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশ হয়ে পৌঁছবে অসমের ডিব্রুগড়ে৷ ১৮টি স্যুট বিশিষ্ট এই প্রমোদতরীতে ৩৬ জন যাত্রীর থাকার ব্যবস্থা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন কেন্দ্রীয় জলপথ, বন্দর ও জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 

মালদার ইংরেজবাজারে খোদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কাছে আবাস যোজনা acনিয়ে অভিযোগ জানালেন গ্রামবাসীরা। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো না মেনে রাজনীতি করছেন, অভিযোগ করেছে তৃণমূল।  মানুষ ক্ষোভের কথা জানাতে এসেছেন, প্রতিক্রিয়া কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram