Kali Puja 2021: ৫১ বছরে পা দিল মেদিনীপুরের মোটা কালীর পুজো, কেন এই নাম, কী ইতিহাস? জানুন| Bangla News

Continues below advertisement

অর্ধশতক পেরনো মেদিনীপুরের মোটা কালী এবছর ৫১ বছরে পড়ল। মেদিনীপুরের মানিকপুর এলাকার সর্বজনীন কালীপুজো মোটা কালী নামেই পরিচিত। ৫১ বছর আগে এলাকার কয়েকজন যুবক কালীপুজো করার উদ্যোগ নেন। এমন কালী গড়তে হবে যা তাক লাগিয়ে দেবে, এই চিন্তাধারা থেকে একমাস ধরে এক গরুর গাড়ি খড়, দুই গাড়ি মাটি, পরিমাণ মতো দড়ি, অন্যান্য সামগ্রী দিয়ে প্রতিমা গড়ার কাজ শুরু হয়। ১৩ ফুট উচ্চতার ও ৫ ফুট চওড়ার- সেই কালী প্রতিমা দেখে উদ্যোক্তারাই ঘাবড়ে যান। তখন থেকে এই কালীর নাম মোটা কালী। এত বড় প্রতিমা বিসর্জনের সমস্যা থাকায় গরুর গাড়ির উপরেই প্রতিমা গড়া হয়। পুজো শেষ হলে সেই গরুর গাড়ি টেনে নিয়ে যাওয়া হয় নদীঘাটে। পশ্চিম মেদিনীপুর থেকে অলোক সাঁতরার রিপোর্ট। এবিপি আনন্দ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram