kalighater kaku: কালীঘাটের কাকু, সুজয়কৃষ্ণ ভদ্রর বিরুদ্ধে ইডি-র চার্জশিটে চমকে দেওয়া তথ্য

Continues below advertisement

কালীঘাটের কাকু, সুজয়কৃষ্ণ ভদ্রর বিরুদ্ধে ইডি-র চার্জশিটে চমকে দেওয়া তথ্য
চার্জশিটে ইডি-র দাবি, কাকুর নিয়ন্ত্রিত দুটি সংস্থায় গত পাঁচবছরে কোটি কোটি নগদ টাকা জমা পড়েছে
২০১৮ থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত জমা পড়েছে ১ কোটি ১৪ লক্ষ ৪০ হাজার টাকা, যার গোটাটাই ক্যাশ
কখনও ২০, কখনও ৩০, কখনও বা ৪০ লাখ, এভাবেই প্রতিবছর টাকা জমা পড়েছে এই দুটি সংস্থায়
এই বিপুল পরিমাণ নগদের উৎস কী? 
ইডি-র অনুমান, নিয়োগ দুর্নীতির কালো টাকাই বিভিন্ন সময় ধাপে ধাপে জমা করা হয়েছে
চার্জশিটের ৮৮ ও ৮৯ পাতায় উল্লেখ, শুধু অনলাইন ট্রান্সফারে জমা করা হয়েছে ১ কোটি ৭৫ লক্ষ টাকা
আশ্চর্যজনকভাবে টাকা এসেছে যে সমস্ত অ্যাকাউন্ট থেকে, সেগুলির কোনও অস্তিত্বই নেই
ইডি-র অনুমান, নগদ ও অনলাইন ট্রান্সফার মিলিয়ে ঘুরপথে প্রায় ৩ কোটি টাকার লেনদেন হয়েছে কাকুর নিয়ন্ত্রিত দুটি সংস্থায়

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram