Sealdah Kanchanjungha Express: ফের ভয়াবহ রেল-দুর্ঘটনা !রেল যোগাযোগে বড়সড় ধাক্কা, ব্যাহত রেল চলাচল

Continues below advertisement

ABP Ananda LIVE: ফিরল করমণ্ডলের স্মৃতি। মালগাড়ির ধাক্কায় ইঞ্জিনের উপর উঠে গেল কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেসের বগি। পিটিআই সূত্রে খবর এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৫। আহত প্রায় ৬০। ইতিমধ্যেই মৃতদের পরিবার ও আহতদের জন্য ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের তরফে। এদিন পিএমও-র ট্যুইটে পোস্ট করে 'প্রাইম মিনিস্টারস ন্যাশনাল রিলিফ ফান্ড' থেকে মৃতদের পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ফের ভয়াবহ দুর্ঘটনা! এক বছর আগের বালেশ্বরের স্মৃতি উস্কে আজ ফাঁসিদেওয়ার কাছে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে (Sealdah Kanchanjungha Express) মালগাড়ির ধাক্কায় বড়সড় দুর্ঘটনা ঘটল (Train Accident)। লাইনচ্যুত হয়ে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের ৩টি কামরা। ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের (Office of the Prime Minister of India) তরফে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram