Kashipur: বিজেপি যুব নেতার মৃত্যু ঘিরে রহস্য, তদন্তে ফরেন্সিক টিম।Bangla News
কাশীপুরে বিজেপি যুব মোর্চার এক নেতার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় রহস্য দানা বাঁধল। কাশীপুর রেল কোয়ার্টারের পরিত্যক্ত একটি ঘর থেকে অর্জুন চৌরাসিয়া নামে ২৬ বছরের ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে দাবি, ঘরে কোনও সুইসাইড নোট মেলেনি। পরিবারের দাবি, ওই যুবক বিজেপি কর্মী ছিলেন। পরিবার এই ঘটনায় খুনের অভিযোগ করেছে। চিত্পুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। পরিবারের অভিযোগ, বিধানসভা নির্বাচনের পর হুমকি দেওয়া হয় বিজেপি যুব মোর্চার ওই নেতাকে। পরিবার আরও জানায় যে গতকাল রাত সাড়ে ৮টায় সে অফিস থেকে বাড়ি ফেরে। গতকালই সে মাইনে পেয়েছিল। কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরে আসবে বলে পরিবারকে। কিন্তু গভীর রাত পর্যন্ত সে বাড়ি ফেরেনি। তাকে ফোনেও কোনওভাবে পাওয়া যায়নি। এই মুহূর্তে ঘটনাস্থলে পরিজনেরা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের দাবি, দেহ কোনওভাবে বের করা যাবে না, যতক্ষণ না সম্পূর্ণ তদন্ত হচ্ছে। এ প্রসঙ্গে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ফরেন্সিক ডিপার্টমেন্ট তদন্ত করছে।