Operation Sindoor: 'আসা করি দ্রুত লড়াই শেষ হবে', প্রতিক্রিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

ABP Ananda Live: পাকিস্তানের মাটিতে অপারেশন সিঁদুর চালানো নিয়ে বহু দেশের সমর্থন পেল ভারত। 'আসা করি দ্রুত লড়াই শেষ হবে', প্রতিক্রিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। 

 

শুধু ঘাঁটি নয়, জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের গোটা হেডকোয়ার্টারই উড়িয়ে দিল ভারত

লস্কর-ই-তৈবার ঘাঁটির মতো, অপারেশন সিঁদুরে একই হাল হল জইশের ঘাঁটিরও। তবে শুধু ঘাঁটি নয়, জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের গোটা হেডকোয়ার্টারই উড়িয়ে দিল ভারত। বাহওয়ালপুরে জইশের মূল ডেরায় চলল অপারেশন সিঁদুর। আর তাতে, মৃত্যু হল জইশ প্রধান মাসুদ আজহারের সহযোগী ও পরিবারের সদস্য় সহ ১৪ জনের। কিন্তু তাতে আফশোস বা হতাশা, কোনওটাই নেই বলে প্রতিক্রিয়াও দিয়েছেন জইশ প্রধান মাসুদ আজহার। 

 শেষ বার্ষিক উচ্চমাধ্যমিকে দাপট দেখাল গ্রামীণ পড়ুয়ারা

শেষ বার্ষিক উচ্চমাধ্যমিকে দাপট দেখাল গ্রামীণ পড়ুয়ারা। বেস্ট ফাইভে ৫০০-র মধ্যে ৪৯৭ পেয়ে প্রথম পূর্ব বর্ধমানের রূপায়ণ পাল, দ্বিতীয় কোচবিহারের তুষার দেবনাথ, তৃতীয় আরামবাগের রাজর্ষি অধিকারী। পরের থেকে সেমিস্টারে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola