India Strikes: পহেলগাঁও গণহত্যার প্রত্যাঘাত, পাকিস্তান ও POK-তে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত

ABP Ananda Live: পহেলগাঁও গণহত্যার প্রত্যাঘাত। পাকিস্তান ও POK-তে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত। অপারেশন সিঁদুরে ধূলিসাৎ জইশ-লস্কর-হিজবুলের ৯ ঘাঁটি। ১৫ দিনের মাথায় ২৬ জনকে হত্যার বদলা। 

 

পাকিস্তানের মাটিতে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার অন্যতম বড় ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হল অপারেশন সিঁদুরে

পাকিস্তানের মাটিতে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার অন্যতম বড় ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হল অপারেশন সিঁদুরে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে লস্করের ঘাঁটি মারকাজ তৈবা তছনছ করে দিল ভারত। উড়িয়ে দেওয়া হল ওসামা বিন লাদেনের আর্থিক সাহায্যে গড়ে ওঠা লস্করের বিরাট ক্যাম্প। মধ্যরাতে অতর্কিতে প্রত্যাঘাত করে, হাফিজ সইদের জঙ্গি সাম্রাজ্য গুঁড়িয়ে দিল ভারতের সশস্ত্র বাহিনী। 

শেষ বার্ষিক উচ্চমাধ্যমিকে দাপট দেখাল গ্রামীণ পড়ুয়ারা

শেষ বার্ষিক উচ্চমাধ্যমিকে দাপট দেখাল গ্রামীণ পড়ুয়ারা। বেস্ট ফাইভে ৫০০-র মধ্যে ৪৯৭ পেয়ে প্রথম পূর্ব বর্ধমানের রূপায়ণ পাল, দ্বিতীয় কোচবিহারের তুষার দেবনাথ, তৃতীয় আরামবাগের রাজর্ষি অধিকারী। পরের থেকে সেমিস্টারে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola