Kashmir Attack: পহেলগাঁও হামলার পর পাক গোয়েন্দা সংস্থা ISI-এর নতুন ছক প্রকাশ্যে
ABP Ananda Live: পহেলগাঁও হামলার পর পাক গোয়েন্দা সংস্থা ISI-এর নতুন ছক প্রকাশ্যে। ভারতকে অশান্ত করার পাক চক্রান্ত ফাঁস! ভারতীয় অফিসারের নাম বলে ফোন করে তথ্য নেওয়ার চেষ্টা! সেনারা যে গাড়িতে যাতায়াত করেন, তার রাস্তা জানার চেষ্টা ISI-এর। হোশিয়ারপুরে সেনা নিয়ে যাওয়া ট্রেনের সম্পর্কেও খোঁজখবর নেওয়ার চেষ্টা। মুকেরিয়া, পাঠানকোট, ভটিন্ডায় ফোন করে গোপন তথ্য নেওয়ার চেষ্টা, খবর সূত্রের। ISI এজেন্টদের ফোনে কথোপকথনের রেকর্ড প্রকাশ্যে।
পহেলগাঁওতে হিন্দু পর্যটক নিধন, পাকিস্তানের বিরুদ্ধে সরব রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত ভারতের ডেপুটি এনভয় যোজনা পটেল। রাষ্ট্রপুঞ্জে তিনি বলেন, এটা দুর্ভাগ্য়জনক যে, একটি নির্দিষ্ট প্রতিনিধি দল অপপ্রচার এবং ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলার জন্য় ফোরামের অপব্যবহার এবং এটিকে দুর্বল করার চেষ্টা করেছে। গোটা বিশ্ব শুনেছে যে, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ একটি টেলিভিশন সাক্ষাৎকারে স্বীকার করেছেন, যে জঙ্গিদের সমর্থন, প্রশিক্ষণ এবং জঙ্গি সংগঠনগুলিকে অর্থ জোগান দেওয়ার ইতিহাস রয়েছে পাকিস্তানের। সর্বসমক্ষে এই স্বীকারক্তি কাউকে অবাক করেনি এবং শঠ দেশ হিসেবে পাকিস্তানের চেহারা খুলে দিয়েছে, যারা বিশ্বব্য়াপী সন্ত্রাসে মদত দিচ্ছে এবং এলাকা অস্থিতিশীল করে তুলছে। বিশ্ব আর চুপ করে থাকবে না।