Wayanad Landslide: কেরলের ওয়েনাড়ে প্রবল বৃষ্টি, ভয়াবহ ভূমিধসে লাফিয়ে বাড়ছে মৃত্যু !

Continues below advertisement

কেরলের ওয়েনাড়ে প্রবল বৃষ্টি। ভয়াবহ ভূমিধসের জেরে লাফিয়ে বাড়ছে মৃত্যু। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪৯ জন। ধসের জেরে আহত ৫০-এর বেশি। ধসের নীচে বেশ কয়েকজন চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা। ওয়েনাড়ের পার্বত্য এলাকা মেপ্পাডিতে ধস নামে। শোকজ্ঞাপন করেছেন রাহুল গান্ধী। ওয়েনাড়ে প্রাণহানির ঘটনায় শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। 

ইতিমধ্যেই কেরলের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযানের জন্য বিমান বাহিনীও পাঠানো হয়েছে ভূমিধসে বিধ্বস্থ এলাকায়। খোলা হয়েছে কন্ট্রোল রুম। বায়ুসেনার দুটি হেলিকপ্টার Mi-17 এবং একটি ALH পাঠানো হয়েছে। স্বাস্থ্য বিভাগ- জাতীয় স্বাস্থ্য মিশন কন্ট্রোল রুম খুলেছে এবং জরুরি সহায়তার জন্য হেল্পলাইন নম্বর- 9656938689 এবং 8086010833 রাখা হয়েছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram