হাবড়া দেশবন্ধু পার্কে জমে উঠেছে 'খাইবার পাস'-এর আসর
Continues below advertisement
হাবড়ায় বসেছে 'খাইবার পাস'-এর আসর। হরেক খাবারের হদিশ দিয়ে এই আসর বসেছে দেশবন্ধু পার্কে। চলবে রবিবার পর্যন্ত। মাছ থেকে মিষ্টি, বাঙালি চাইনিজ থেকে মোগলাই খাবারের গন্ধে ম ম করছে মাঠ। পাল্লা ভারী কার, মাছ, মাংস নাকি মিষ্টির, আসুন সরাসরি দেখেনি আমাদের প্রতিনিধি সঞ্চয়ন-এর সঙ্গে।
Continues below advertisement