Bangladesh Protest: হাসিনার বিদায়ের পর মুক্তি পেতে চলেছেন খালেদা জিয়া। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে, দেশ ছাড়ার পরই, মুক্তি পেতে চলেছেন তাঁর কট্টর বিরোধী খালেদা জিয়া। ২০১৮ সালে একটি দুর্নীতির মামলায় তাঁর ১৭ বছরের কারাদণ্ড হয়। বর্তমানে তিনি হাসপাতালে নজরবন্দি ছিলেন। এবার BNP-র নেত্রীকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি। 

বাংলাদেশের পালাবদলে বড় মোড়! শেখ হাসিনা দেশ ছাড়ার পরই, এবার মুক্তি পেতে চলেছেন তাঁর কট্টর বিরোধী এবং BNP নেত্রী খালেদা জিয়া। ২০১৮ সালে আর্থিক দুর্নীতির মামলায় ১৭ বছরের কারাদণ্ড হয় বাংলাদেশ ন্য়াশনালিস্ট পার্টি বা BNP-র প্রধান খালেদা জিয়ার। শারীরিক অসুস্থতার জন্য় ৭৮ বছর বয়সী বিএনপি নেত্রীকে হাসপাতালেই নজরবন্দি করে রাখা হয়েছিল। সোমবার দুপুরে দ্রুত পরিস্থিতি বদলাতে শুরু করে। শেখ হাসিনা তড়িঘড়ি পদত্য়াগ করে বাংলাদেশ ছাড়েন। বিমানে করে তিনি চলে আসেন ভারতে। 

সূত্রের দাবি, এর কয়েকঘণ্টার মধ্য়েই একটি বৈঠকে খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেন বাংলাদেশের রাষ্ট্রপতি শাহবুদ্দিন। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram