KK: হোটেলে ফেরার সময়, গাড়িতে অস্থির লাগছিল কে কে-কে। কখনও সিটে হেলান দিচ্ছিলেন, কখনও এলিয়ে পড়ছিলেন | Bangla News

Continues below advertisement

হোটেলে ফেরার সময়, গাড়িতে অস্থির লাগছিল কে কে-কে। কখনও সিটে হেলান দিচ্ছিলেন, কখনও এলিয়ে পড়ছিলেন। একেবারে ওলোটপালোট খাচ্ছিলেন কে কে। জানিয়েছেন তাঁর গাড়ি চালক এতোয়ারি যাদব। চালকের দাবি, নজরুল মঞ্চের কনসার্ট শেষ করে গাড়িতে উঠেই কে কে বলেন, যাদব এসি বন্ধ করো। কাচ নামিয়ে দাও। শীত লাগছে। এরপরই হোটেলে ফিরে সংজ্ঞাহীন হয়ে পড়েন কে কে। গাড়িচালক এতোয়ারি যাদব বলেন, গাড়িতে এসি চলছিল। উনি বলেন, এসি বন্ধ করে দিতে। বলেন যে, ওঁর শীত করছে। আমি বলি, ঠিক আছে। গাড়িতে ম্যানেজার ও আরেকজন ছিলেন। কখনও সিট হেলিয়ে দিচ্ছিলেন। কখনও আবার সোজা হয়ে বসছিলেন। জিজ্ঞাসা করছিলেন হোটেলে পৌঁছতে আর কতক্ষণ লাগবে। আমি বলি, সিগনালে তো গাড়ি আটকাচ্ছে। ঠান্ডা লাগছে বলে এসি বন্ধ করে গাড়ির কাচ নামিয়ে দেন। গাড়ির ভিতর উলটে পালটে শুচ্ছিলেন, বসছিলেন। দেখে আমার ভালো লাগছিল না। ওঁরা সব নিজেদের মধ্যে কথা বলছিলেন। আমি গাড়ি চালাচ্ছিলাম।" 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram