Park Street Party Update: পার্ক স্ট্রিটে পার্টি কাণ্ডে হোটেলের ডিজে সহ ১০ জনকে লালবাজারে তলব
Continues below advertisement
পার্ক হোটেলে (Park Hotel) উইক এন্ড পার্টির আয়োজকদের চিহ্নিত করেছে পুলিশ। আগামীকাল লালবাজারে তলব করা হয়েছে ওই দিন হোটেলে উপস্থিত ফ্লোর ম্যানেজার, ডিজে সহ ১০ জনকে। এরইমধ্যে আবগারি দফতর নির্দেশ দিয়েছে, পার্ক হোটেলের ৯টি বার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে।
হোটেলের ঘরের ভিতর থেকে ইতিমধ্যেই প্রচুর মদের বোতল-সহ বিভিন্ন ধরণের নেশার সামগ্রী উদ্ধার হয়েছে। ঘটনায় ৩৭ জনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে ৯ জনকে পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। আরও ম্যানেজার, ডিজে সহ ১০ জনকে জেরার জন্য তলব করেছে লালবাজার। আজ লালবাজারের তরফে আবগারি কমিশনকে চিঠি পাঠানো হল। লালবাজার সূত্রে খবর, আবগারির নিয়মভঙ্গ করে মদের বোতল মজুত করা হয়েছিল কিনা, অন্যান্য নেশার দ্রব্য মজুত সম্পর্কে আবগারি দফতর অবগত ছিল কিনা তা জানতে চাওয়া হয়েছে।
Continues below advertisement
Tags :
ABP Ananda Lalbazar ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla DJ Park Hotel Weekend Party