NRS Hospital: গলায় আটকে খোলা সেফটি পিন, জটিল অস্ত্রোপচার এনআরএস-এ

Continues below advertisement

৬৭ বছর বয়সী এক প্রৌঢ়ার শ্বাসনালীতে আটকে যায় একটি খোলা সেফটি পিন। সেই অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে। সেখানে ইএনটি বিভাগে গলা থেকে বের করা হল সেই সেফটি পিন। চিকিৎসক জানান, ‘ওই মহিলার অবস্থার কথা চিন্তা করে আমাদের কাছে রেফার করা হয়েছিল। সেফটি পিন খোলা অবস্থায় থাকায় বের করার সময় খাদ্যনালী ও শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় থাকে। তাই টেকনিক্যালভাবে খুব সূক্ষ্মতার সঙ্গে সেটি বের করা হয়েছে।’ ওই প্রৌঢ়ার অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গেছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram