Chinese Manja: ফের চিনা মাঞ্জা, মা উড়ালপুলে স্কুটার থেকে ছিটকে পড়লেন দম্পতি

Continues below advertisement

ফের চিনা মাঞ্জায় (Chinese Manja) মা উড়ালপুলে (Maa Fly Over) দুর্ঘটনা। স্কুটার নিয়ে যাওয়ার সময় মাস্ক ছিঁড়ে কেটে গেল মুখ। উড়ালপুলের ওপর ছিটকে পড়লেন দম্পতি। আহত স্কুটার চালকের নাম রাজেশ্বর বন্দ্যোপাধ্যায়। দমদম (Dumdum) থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি জোকার (Joka) দিকে যাচ্ছিলেন। মা উড়ালপুলে চিনা মাঞ্জায় আহত হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তিনি। আহত দম্পতিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে, উচ্চশিক্ষার জন্য রাজ্যে চালু হল স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card)। ৪০ বছর বয়স পর্যন্ত কম সুদে মিলবে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ। গ্যারান্টার হবে রাজ্য সরকারই (State Government)। নবান্নে (Nabanna) ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। জালিয়াতি ঠেকাতে দিলেন সতর্ক থাকার নির্দেশ। অপরিকল্পিত ঘোষণা (Unplanned Announcement) বলে সরকারকে তোপ দিলীপ ঘোষের (Dilip Ghosh)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram