AICF: দাবাড়ুদের নতুন মঞ্চ, ‘সারা বাংলা দাবা সংস্থা’কে সর্বভারতীয় স্বীকৃতি

Continues below advertisement

বঙ্গে নতুন দাবাড়ুদের মঞ্চ। ‘সারা বাংলা দাবা সংস্থা’কে স্বীকৃতি দিল অল ইন্ডিয়া চেজ ফেডারেশন (All India Chess Federation )। আগামী ৫ বছরে একগুচ্ছ লক্ষ্য নিয়ে কাজ শুরু করতে চলেছে এই সংগঠন। ৬৪ খোপের বিপ্লব বাংলায়। অল ইন্ডিয়া চেজ ফেডারেশনের স্বীকৃতি পেল ‘সারা বাংলা দাবা সংস্থা’ (Sara Bangla Daba Sangstha)। নতুন এই মঞ্চের মূল লক্ষ্য বাংলার তরুণ দাবাড়ুদের উৎসাহ দেওয়া, রাজ্যে দাবা খেলার বিস্তার ঘটানো। শুধু তাই নয়, আগামী পাঁচ বছরে বাংলা থেকে গ্র্যান্ডমাস্টার তৈরি এবং বছরে ২০ থেকে ২৫টি আন্তর্জাতিক মানের (International Level) প্রতিযোগিতার আয়োজন করাও সংগঠনের লক্ষ্য। প্রত্যেকটি খেলারই রাজ্য এবং কেন্দ্রভিত্তিক সংগঠন থাকে। পশ্চিমবঙ্গেও (West Bengal) তেমনই ছিল বেঙ্গল চেজ অ্যাসোসিয়েশন (Bengal Chess Association)। কিন্তু এই সংস্থার বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ ওঠায় তারা কার্যকারিতা হারায়। এই প্রেক্ষিতে রাজ্যে দাবা পরিচালন সংস্থা হিসেবে ‘সারা বাংলা দাবা সংস্থা’কে স্বীকৃতি দিল অল ইন্ডিয়া চেজ ফেডারেশন (AICF)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram