Bengal Top Stories: উত্তরবঙ্গে গিয়েই ফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সরব রাজ্যপাল, দেখানো হল কালো পতাকা

Continues below advertisement

আজ বিকেলে দিল্লিতে এনসিপি প্রধান শরদ পওয়ারের (Sharad Pawar) বাসভবনে বৈঠকে বসতে চলেছেন বিরোধীদলের শীর্ষ নেতারা। আমন্ত্রণ জানানো হলেও সম্ভবত কংগ্রেসের কেউ বৈঠকে থাকবেন না। ইতিমধ্যেই সোমবার ফের পওয়ারের সঙ্গে বৈঠক করেন প্রশান্ত কিশোর। কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর বৈঠক-বিতর্কে আলাপনের (Alapan Bandyopadhyay) জবাবে সন্তুষ্ট নয় কেন্দ্র। ৩০ দিনের মধ্যে জবাব তলব। সন্তোষজনক উত্তর না পেলে মেজর পেনাল্টি প্রসেডিংস, বলল কর্মিবর্গমন্ত্রক। পুজোর আগেই উচ্চ প্রাথমিক, প্রাথমিকে রাজ্যে সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ। পুজোর পরে নিয়োগ আরও সাড়ে সাত হাজার, ঘোষণা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। জন বার্লার (John Barla) পর এবার সৌমিত্র খাঁ (Soumitra Khan)। পৃথক জঙ্গলমহল রাজ্যের দাবিতে সরব এবার বিজেপির আর এক সাংসদ। বার্লার পরে পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে আরও এক বিজেপি (BJP) বিধায়ক। উস্কানি দেওয়ার অভিযোগে কোচবিহারে পাঁচ থানায় বার্লার বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ। সরকারে অনাস্থার বহিঃপ্রকাশ, পাল্টা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দিল্লি থেকে কলকাতা ফিরে এবার উত্তরবঙ্গে রাজ্যপাল। বাগডোগড়া পৌঁছেই ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে আক্রমণ। গণনার পরে লাগাতার হিংসা। কেন হল না তদন্ত? ফের রাজ্যকে নিশানা রাজ্যপালের। শুধু ইস্যু করার চেষ্টা, কটাক্ষ তৃণমূলের। পাহাড়ে ধনকড়কে (Jagdeep Dhankar) কালো পতাকা। রাজ্যপালও সুরক্ষিত নয়, খোঁচা দিলীপের। কোভিডের কারণে বাতিল হয়ে গেল এবছরের অমরনাথ যাত্রা। ২৯ জুন থেকে অবশ্য অনলাইনে অমরনাথ দর্শন করা যাবে। গতবছরও করোনার কারণে বাতিল হয়েছিল অমরনাথ যাত্রা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram