Airport PS: প্রচণ্ড গতিতে বাইকে চালানার প্রতিবাদ করায় এয়ারপোর্ট থানার SI-কে 'হেনস্থা', আটক অভিযুক্ত দুই যুবক| Bangla News

Continues below advertisement

প্রচণ্ড গতিতে বাইক চালানোর প্রতিবাদ করায় পুলিশকে হেনস্থা করার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, এয়ারপোর্ট থানার একজন সাব ইন্সপেক্টর অভিজিৎ বিশ্বাস (Avijit Biswas) থানা থেকে বেরিয়ে নিজের চিনার পার্কের (Chinar Park) বাড়ির দিকে যাচ্ছিলেন। তথনই কৈখালি (Kaikhali) মোড়ের সামনে তিনি দেখেন দুজন যুবক একটি গাড়িতে অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছেন। তাঁদের গাড়ির গতি প্রায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে ছিল। তিনি ওই ২ যুবককে ধীরে গাড়ি চালানোর জন্য বলেন। এই প্রতিবাদ করায়, ওই ২ যুবক প্রথমে অভিজিৎ বিশ্বাসের গাড়ি আটকায়। এরপর গাড়ি থেকে নেমে প্রথমে পুলিশ অফিসারের সঙ্গে কথা কাটাকাটি হয় এবং তারপরেই ওঁনাকে ধাক্কা দিয়ে হেনস্থা করা হয় বলে অভিযোগ। এই অভিয়োগ পাওয়ার পরেই এয়ারপোর্ট থানার অফিসাররা সেখানে পৌঁছে যান এবং ওই দুই যুবককে আটক করেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram