Chief Secretary Recalled: আলাপন-ইস্যুতে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর, নির্দেশ প্রত্যাহারের অনুরোধ

Continues below advertisement

মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের (Alapan Banerjee) বদলি-ইস্যুতে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। পাঁচ পাতার চিঠিতে কেন্দ্রের বদলি সংক্রান্ত নির্দেশ প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে (Narendra Modi)তিনি লেখেন, আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলি সংক্রান্ত নির্দেশ জারির আগে রাজ্যের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি। এই একতরফা নির্দেশ আইনসিদ্ধ নয়, একইসঙ্গে তা অসাংবিধানিক ও অগণতান্ত্রিকও বটে। করোনা পরিস্থিতি মোকাবিলায় মুখ্যসচিব হিসেবে আলাপন বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজন। তাই তাঁকে আরও ৩ মাস মুখ্যসচিব হিসেবে পেতে চায় রাজ্য। তাই জনস্বার্থে এই নির্দেশ প্রত্যাহার করা হোক। চিঠিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তাঁর প্রশ্ন, রাজ্যের প্রস্তাবে সাড়া দিয়েও মুখ্যসচিবকে বদলি, ২৮ মে কলাইকুণ্ডার বৈঠকের সঙ্গে কী এর কোনও যোগ রয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram