Alipore Zoo: আলিপুর চিড়িয়াখানায় সিংহের খাঁচায় ঢুকে জখম এক ব্যক্তি!

Continues below advertisement

পাখি চুরির পর এবার চিড়িয়াখানায় এনক্লোজার টপকে সিংহের খাঁচায় পটাশপুরের বাসিন্দা। সিংহের থাবার আঘাতে ভাঙল পা, মাথায় আঘাত। ভর্তি এসএসকেএমে। আহত মানসিক ভারসাম্যহীন বলে অনুমান। 
আলিপুর চিড়িয়াখানায় (Alipore Zoo) সিংহের আক্রমণে আহত ১ ব্যক্তি। আজ সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এনক্লোজার টপকে খাঁচার মধ্যে ঢুকে পড়ে আহত ওই ব্যক্তি। তাঁর শরীরে সিংহের আঁচড় পাওয়া গিয়েছে। আহত ব্যক্তি আপাতত এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। তবে নিরাপত্তা সত্ত্বেও কী করে ওই ব্যক্তি খাঁচার মধ্যে ঢুকে পড়ল তা এখনও জানা যায়নি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram