Alipore Zoo Stolen Case: মার্মোসেটের পর চুরি পাখি, ফের প্রশ্নের মুখে চিড়িয়াখানার নিরাপত্তা

Continues below advertisement

আলিপুর চিড়িয়াখানা (Alipore Zoo) থেকে পাখি চুরির ঘটনায় অপসারণ করা হল দুই নিরাপত্তারক্ষীকে। টেন্ডার করে এক বেসরকারি নিরাপত্তা সংস্থাকে চিড়িয়াখানার দায়িত্ব দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার মধ্যরাতে খাঁচা কেটে চুরি করে নেওয়া হয়েছে ৩টি ‘কিল-বিলড টাউকান’ (Keel-billed toucan) নামের বিদেশি পাখি (Bird)। ওয়াটগঞ্জ (Watganj) থানার পুলিশের (Police) তরফে তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই পাখিগুলির এক একটির বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। এর আগে ২০০৯ সালে চিড়িয়াখানা থেকে চুরি গিয়েছিল বিদেশি বাঁদর। চুরির ঘটনার পুনরাবৃত্তিতে প্রশ্নের মুখে চিড়িয়াখানার সার্বিক নিরাপত্তা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram