অ্যাপ ক্যাবে দুই মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত চালক
Continues below advertisement
অ্যাপ ক্যাবে দুই মহিলার শ্লীলতাহানির অভিযোগ। গাড়ি থেকে নামতে চাওয়ায় গেটখোলা অবস্থায় চলল ক্যাব। রবীন্দ্র সরোবর থানা এলাকা থেকে গ্রেফতার চালক। পুলিশ সূত্রে খবর, গতকাল সন্ধেয় কাফে থেকে বেরিয়ে অ্যাপ ক্যাবে ওঠেন দুই মহিলা। অভিযোগ, লোকেশন নিয়ে বাদানুবাদ শুরু হওয়ায় যতীন বাগচী রোড ও সাদার্ন অ্যাভিনিউয়ের ক্রসিংয়ের কাছে অভব্য আচরণ করে চালক। মহিলা যাত্রীদের চোখে-মুখে ছোড়া হয় লিকুইড স্প্রে। যাত্রীরা নামতে চাইলে, গেটখোলা অবস্থাতেই চলতে শুরু করে ক্যাব। কোনও মতে গাড়ি থেকে নামলেও, যাত্রীদের ব্যাগ নিয়ে চম্পট দেয় চালক। রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের হয়। রাতেই অভিযুক্ত ক্যাব চালককে গ্রেফতার করে পুলিশ।
Continues below advertisement