ATM Theft Update: বিধাননগরে ধৃতদের নিয়ে ATM-এ চুরির ঘটনার পুনর্নির্মাণ কলকাতা পুলিশের

Continues below advertisement

বিধাননগরের এটিএম-এ চুরির (ATM Theft) ঘটনার পুনর্নির্মাণ করল কলকাতা পুলিশ। পুলিশ জানিয়েছে, ৬ মাস আগেই কলকাতায় এসেছিল প্রতারকরা। শহরের কোন কোন এটিএম-এ সুরক্ষায় ফাঁক রয়েছে তার তথ্য জোগাড় করেছিল তারা। এর আগে কীভাবে এটিএম খোলা হয়, সেই প্রশিক্ষণ নিয়েছিল দুষ্কৃতীরা। আজ ধৃতদের নিয়ে এটিএম-এ যান তদন্তকারীরা। ধৃতরা পুলিশের সামনে চুরির পদ্ধতি হাতে-কলমে দেখায়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram