Bank Strike বেসরকারিকরণ রুখতে ধর্মঘটে ব্যাঙ্ক

Continues below advertisement

বাজেট পেশ করার সময় তাঁর ভাষণে দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এর প্রতিবাদে সোমবার থেকে দুদিনের ব্যাঙ্ক ধর্মঘট ডেকেছে ব্যাঙ্কিং ক্ষেত্রের ৯টি ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস।  কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের সিদ্ধান্তের বিরোধিতা করে এদিন কর্মস্থলের সামনে বিক্ষোভ দেখান রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বহু কর্মী। 

দুদিনের ব্যাঙ্ক ধর্মঘট মানে গ্রাহকদের দুদিনের কষ্ট। কিন্তু বেলাগাম ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদ না করলে, দেশের মানুষ অনির্দিষ্টকালের জন্য সঙ্কটে পড়বেন। দেশজোড়া ব্যাঙ্ক ধর্মঘটের প্রথম দিন পথে নেমে এমন বার্তাই পৌঁছে দিলেন আন্দোলনকারী কর্মী ও অফিসাররা। কলকাতায় ব্যাঙ্ক বেসরকারিকরণ বিরোধী ধর্মঘটকে সমর্থন জানিয়েছে কৃষক আন্দোলন সংগঠন এবং বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী। পাশাপাশি বেসরকারিকরণের পাশাপাশি কেন্দ্রীয় সরকার ব্যাঙ্ক সংযুক্তিকরণের মাধ্যমে শাখা কমিয়ে দিচ্ছে বলেও অভিযোগ করেন বিক্ষোভকারী ব্যাঙ্ক কর্মীরা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram