Bansdroni: তিনতলার কার্নিস থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু।Bangla News
Continues below advertisement
বাঁশদ্রোণীর ব্রহ্মপুর রোডে বাড়ির তিনতলা থেকে পড়ে মৃত্যু হল ৭১ বছরের এক ব্যক্তির। মৃতের নাম রবি বসু। স্থানীয় সূত্রে খবর, অসুস্থ স্ত্রীকে নিয়ে ওই আবাসনে থাকতেন বেসরকারি সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী। একমাত্র মেয়ে সৌদি আরবের দোহায় থাকেন। স্থানীয়দের দাবি, আজ সকাল সাড়ে ৬টা নাগাদ ওই ব্যক্তি তিনতলার ছাদের কার্নিস থেকে ঝাঁপ দেন। এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। আত্মহত্যা নাকি অন্য কোনও কারণে মৃত্যু খতিয়ে দেখছে বাঁশদ্রোণী থানার পুলিশ।
Continues below advertisement
Tags :
Death Unnatural Death ABP Ananda Bengali News ABP Ananda Digital Bangla News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বৃদ্ধের মৃত্যু