Bidhannagar Molestation Case Update: ধৃত ASI ও সিভিক ভলান্টিয়ারের ২৭ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত| Bangla News

Continues below advertisement

করুণাময়ীতে পুলিশের বাইকেই ‘শ্লীলতাহানি’, জেল হেফাজতে এএসআই (ASI)। ২৭ ডিসেম্বর পর্যন্ত এএসআই, সিভিক ভলান্টিয়ারের জেল হেফাজত। অভিযুক্তদের চিহ্নিত করতে টিআই প্যারেডের আবেদনে অনুমতি। উপকার করতে চেয়েছিলেন, জামিনের আবেদনে সওয়াল অভিযুক্তপক্ষের। মহিলাকে গাড়িতে তুললেন, থানাকে কেন আগে জানালেন না?’ ক্যাব বুক করে দিতে বলেছিল, সাহায্য করতে চাইলে বাইকে তুললেন কেন? আপনাকে নিরাপদ আশ্রয় হিসেবে মনে করেছিল, এই ভূমিকা হতে পারে না। অভিযুক্ত পুলিশকর্মীদের জেল হেফাজতের নির্দেশ দিয়ে মন্তব্য বিচারকের। অভিযোগকারিণীর গোপন জবানবন্দি নেওয়ার আবেদনও মঞ্জুর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram