Accident: রাতের শহরে ফের বাইক দুর্ঘটনা, আহত ৩

Continues below advertisement

ফের রাতের শহরে বেপরোয়া বাইক। ফ্লাইওভারের পাঁচিলে ধাক্কা মেরে উল্টে গিয়ে আহত তিন বাইক আরোহী (Bike Accident)। গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ উল্টোডাঙা ফ্লাইওভারে দুর্ঘটনা ঘটে। বেঙ্গল কেমিক্যালের দিক থেকে লেকটাউনে যাওয়ার পথে, নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের পাঁচিলে ধাক্কা মেরে উল্টে যায় বাইক। হেলমেট না থাকায় তিন বাইক আরোহী জখম হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় লেকটাউন (Lake Town) থানার পুলিশ।

করোনা (Cororna) কেড়ে নিয়েছে বাবাকে। আক্রান্ত হয়েছে প্রায় গোটা পরিবার। কিন্তু কোনও প্রতিকূল পরিস্থিতিই তাঁকে থামাতে পারেনি।  আজও সমানতালে মানুষের সেবা করে চলেছেন অকুতোভয় তরুণ চিকিৎসক। ছবিতে রক্ত দিয়ে রোগীর জীবন বাঁচিয়েছিলেন অগ্নিশ্বর, বাস্তবে সাহস এবং আন্তরিকতা দিয়ে অসংখ্য মানুষের জীবনকে বিপন্মুক্ত করে চলেছেন এক তরুণ চিকিৎসক। ইনি, অরিন্দম রায়। কামারহাটির (Kamarhati) সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের (College of Medicine & Sagore Dutta Hospital) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ২০২০ শুরুর দিকে রাজ্যে যখন কোভিড হানা দেয়, তখন রাজ্য সরকার যে ক’টি হাসপাতালকে কোভিড হাসাতাল করেছিল তার একটি সাগর দত্ত মেডিক্যাল কলেজ। শুরুর সেই দিন থেকে হাসপাতালের কোভিড ওয়ার্ডের দায়িত্ব সামলাচ্ছেন জেনারেল মেডিসিনের চিকিৎসক অরিন্দম।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram