BJP Agitation on Fake Vaccination Scam: ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে সল্টলেকে বিজেপির বিক্ষোভে, মিছিল আটকাল পুলিশ
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের (Fake Vaccination Scam) প্রতিবাদে বিজেপির (BJP) বিক্ষোভ। করুণাময়ীর কাছে মিছিল আটকে দিল পুলিশ। এর আগে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে পুরসভা অভিযান করেছিল বিজেপি। বিজেপির অভিযোগ, বিরোধীদের কণ্ঠরোধ করছে তৃণমূল (TMC)। পুলিশের তরফে জানানো হয়েছেস এই প্রতিবাদ মিছিলের জন্য কোনও অনুমতি দেওয়া হয়নি। ঘটনাস্থলে মোতায়েরন রয়েছে বিরাট পুলিশবাহিনী।
এই নিয়ে শমীক ভট্টাচার্য বলেন, "সারা পশ্চিমবঙ্গে এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এভাবেই চলছে। সমস্ত প্রতিবাদকে তৃণমূল কংগ্রেস বাজেয়াপ্ত করতে চাইছে। সমস্ত প্রতিবাদী কণ্ঠস্বর রক্তাক্ত ক্ষতবিক্ষত। আমাদের কিছু কর্মী গ্রেফতার হয়েছেন। তবে আমাদের প্রতিবাদ মিছিল চলবে।"
অন্যদিকে, সাতদিন ধরে নিখোঁজ ছিলেন চাঁচলের গৃহবধূ (Chanchal)। গতকাল বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। শেষ পর্যন্ত পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে খুনের কথা কবুল। স্ত্রীকে খুনের কথা কবুল করেন স্বামী (Husband Murders Wife)। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। স্ত্রীকে খুন (Murder) করে বাড়িতেই পুঁতে দেওয়া হয় বলে অভিযোগ। ডেপুটি ম্যাজিস্ট্রেটের (Deputy Magistrate) উপস্থিতিতে মাটি খুঁড়ে উদ্ধার মৃতদেহ।