BJP KMC Protest Rally: বিজেপির অভিযানের আগেই ব্যারিকেড-পুলিশ দিয়ে নিরাপত্তার ঘেরাটোপে কলকাতা পুরসভা

Continues below advertisement

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে (Fake Vaccination) বিজেপির (BJP) পুরসভা অভিযান ঘিরে পুলিশি তৎপরতা। সূত্রের খবর, প্রথমে সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত করার কথা বিজেপির নেতা কর্মীদের। সেখান থেকে মিছিল করে যাওয়ার কথা কলকাতা পুরসভার (KMC) দিকে। তাই দুই জায়গাতেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে, সুবোধ মল্লিক স্কোয়ারে দায়িত্বে থাকবেন একজন যুগ্ম-কমিশনার, দু’জন অতিরিক্ত কমিশনার, তিনজন ডেপুটি কমিশনার। পাশাপাশি তৈরি রাখা হবে ক্যুইক রেসপন্স টিম, HRFS ও জল কামান। অন্যদিকে পুরসভার দিকে দায়িত্বে থাকবেন দু’জন যুগ্ম-কমিশনার, একজন অতিরিক্ত কমিশনার, ৮ জন ডেপুটি কমিশনার। তৎপরতাস্বরূপ কলকাতা পুরসভার দরজা পুরোপুরি খোলা হচ্ছে না। যারাই ঢুকছে তাদের আইডি কার্ড দেখে ঢুকতে দেওয়া হচ্ছে। পুরসভার সামনে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে ফলে ওই এলাকায় কোনও যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। জানা যাচ্ছে, এই বিক্ষোভ অভিযানে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), দিলীপ ঘোষ (Dilip Ghosh), সায়ন্তন বসু-সহ অনেক নেতানেত্রীরা থাকবেন। বিধানসভা নির্বাচনের পর এটিই প্রধান বিরোধী দল হিসাবে বিজেপির প্রথম অভিযান।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram