Garden Reach Incident: 'বিপর্যয় মোকাবিলা বাহিনী পাঠান', গার্ডেনরিচ নিয়ে ফিরহাদকে খোঁচা শুভেন্দুর।
Continues below advertisement
Suvendu Adhikari: গার্ডেনরিচে ( Garden Reach) বহুতল বিপর্যয়ে মেয়র ফিরহাদ হাকিমকে খোঁচা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। 'গার্ডেনরিচের ১৩৪ নম্বর ওয়ার্ডে ৫ তলা বাড়ি ভেঙে পড়েছে, ওই এলাকা মেয়র ও পুরমন্ত্রীর (Firhad Hakim) তথাকথিত দুর্গ বলে পরিচিত। হতাহতর সংখ্যা নিয়ে একের পর এক ফোন আসছে। দুর্গতদের উদ্ধারে অবিলম্বে বিপর্যয় মোকাবিলা বাহিনী পাঠান'। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও কলকাতার সিপি-কে উদ্দেশ করে পোস্ট শুভেন্দু অধিকারীর। ABP Ananda Live
Continues below advertisement
Tags :
SUVENDU ADHIKARI KOlkata News Garden Reach Incident Suvendu Adhikari Comments On Garden Reach Incident