BJP Protest Rally: সেন্ট্রাল অ্যাভিনিউতে ছত্রভঙ্গ বিজেপির পুরসভা অভিযানের মিছিল, স্বাভাবিক হচ্ছে যানচলাচল
পুলিশের অনুমতি না মিললেও ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে বিজেপির পুরসভা অভিযান ঘিরে উত্তেজনা। রুট বদলে চমক দেওয়ার চেষ্টা করে বিজেপি।তত্পর ছিল পুলিশ। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে মিছিল আটকায় পুলিশ।
দলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, এদিন হিন্দ সিনেমার সামনে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। ওয়েলিংটন স্কোয়ারের দিকে যাওয়ার কথা থাকলেও মিছিল আচমকা পথ বদলে গণেশচন্দ্র অ্যাভিনিউ দিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউতে এলে সেখানে আটকে দেয় পুলিশ। বিজেপি কর্মীরা পুলিশকে বাধা দিলে ধস্তাধস্তি হয়। মহিলা কর্মীদের অনেকেই মাটিতে শুয়ে পড়ে বাধা দেওয়ার চেষ্টা করেন। ধস্তাধস্তিতে বিজেপির এক মহিলা কর্মী অসুস্থ হয়ে পড়লে তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশের হস্তক্ষেপে ছত্রভঙ্গ হয়ে যায় বিজেপির মিছিল। মিহির গোস্বামী, অগ্নিমিত্রা পাল, সায়ন্তন বসু-সহ বিজেপির নেতা-কর্মীদের গ্রেফতার করে নিয়ে যাওয়া প্রেসিডেন্সি জেলে।
দিলীপ ঘোষ, সায়ন্তন বসু, অগ্নিমিত্রা পাল-সহ দলের নেতা-নেত্রীরা মিছিলে থাকলেও ছিলেন না শুভেন্দু অধিকারী। অন্য কাজে ব্যস্ত থাকায় অনুপস্থিত, দাবি বিজেপি নেতৃত্বের। তবে মিছিলে ছিলেন বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ